প্রকাশিত: ১০/০৬/২০২০ ৪:৫০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
কক্সবাজার পৌর শহরে রেড জোন এলাকায় নির্দেশনা অমান্য করেই খাবারের হোটেল খোলা রাখার দায়ের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন) চারটি খাবার হোটেলকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের এই আর্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সদর সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার।

এসিল্যান্ড শাহরিয়ার মুক্তার বলেন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনীসহ, পৌরসভার জনপ্রতিনিধিগণ, স্বেচ্ছাসেবকসহ সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেড জোন সম্পর্কিত নির্দেশনা বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য রক্ষায়।

এক্ষেত্রে নাগরিকদের সর্বোত্তম সহযোগিতা আমাদের কাম্য। কিন্তু অনেকেই লুকোচুরি খেলে দোকান বা হোটেল খোলা রাখছে। এতে নিজের, দশের এবং দেশের জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছেন। এই রেড জোন বাস্তবায়নে বুধবার দুপুরে কক্সবাজার হাসপাতাল রোড এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নির্দেশনা অমান্য করে খোলা রাখায় চারটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...