প্রকাশিত: ১৩/০৪/২০১৮ ৭:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১২ এএম

নিউজ ডেস্ক::
মাঙ্গলিক প্রার্থনায় পহেলা বৈশাখ বরণে প্রস্তুত বাঙালি। প্রতিবছরের মত এবারো সূর্যোদয়ের সাথে সাথেই বৈশাখ বরণে মাতবে পুরো দেশ। বৈশাখ আমন্ত্রণে পুরোপুরি তৈরী রমনার বটমূল। মঙ্গল শোভাযাত্রার আনুষঙ্গিক উপকরণ তৈরীর কাজও শেষ পর্যায়ে। গানে গানে বৈশাখ আবাহনের সুরে মুখরিত ছায়ানট। আয়োজকরা জানালেন, বর্ষবরণে কখনোই বাধা হতে পারবেনা সাম্প্রদায়িক অপশক্তি।

চৈত্রের শেষ সূর্য। পুরো বছরের জরা আর গ্লানি নিয়ে হারিয়ে যাওয়া মহাকালের গর্ভে। রাতের আঁধার শেষে সূর্যোদয়ে শুরু হবে নতুন বছর ১৪২৫। এ যেন পুরোনো বছরের বিদায়ের সুরে নতুন বছরের আগমনী তান।

আবহমান কাল ধরে নববর্ষ বরণ এখন বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের প্রথম প্রভাতে ছায়ানটের উদ্যোগে রমনার বটমূলে গানে গানে আবাহন করা হবে বৈশাখকে।

৫০ পেরিয়ে ৫১ বছরে পা রাখছে বটমূলে ছায়ানটের আয়োজন। তাই এবারের আবাহন, বাঙালি সংস্কৃতি পাবে বিশ্বায়নের মাত্রা।

ছায়ানট নির্বাহী কর্মকর্তা সানাউল্লাহ সানি বলেন, ‘বিশ্বায়নে কিভাবে নিজেদের সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে আমরা সেটা উপস্থাপনের চেষ্টা করছি।’

বৈশাখ বরণ হবে গানের আমন্ত্রণে। ছায়ানটে চলছে বিরামহীন অনুশীলন।

বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে চারুকলা অনুষদে। রংবেরঙের লোকজ ঐতিহ্যের প্রতিরূপ নিয়ে পুরোপুরি প্রস্তুত আয়োজকরা। বর্ষবরণে কখনোই বাধা হতে পারবে না সাম্প্রদায়ক অপশক্তি।

সময়ের ব্যবধানে দেশ পেরিয়ে বৈশ্বিক স্বীকৃতি পাওয়া সার্বজনীন এ উৎসব এখন দেশের সবচেয়ে বড় আনন্দ আয়োজন বলে মনে করছেন তারা।

চারুকলা ডীন অধ্যাপক নিসার আহমেদ বলেন, ‘বাংলাদেশে যতগুলো উৎসব আছে, তারমধ্যে পহেলা বৈশাখ নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা আছে আমার মনে হয়না অন্য কোনো উৎসব ঘিরে এ উন্মাদনা আছে।’

বাঙালি জাতিসত্ত্বার গভীরতর আত্মিক উৎসব পহেলা বৈশাখ। সাম্প্রদায়িক অপশক্তিসহ জাতির যেকোন সংকটে প্রত্যয় যোগানো বৈশাখ আবারো হাজির এই বাংলায়। রাত পোহালেই নতুন একটি বছর বরণে মেতে উঠবে পুরো বাঙালি। বেজে উঠবে সুর। গাওয়া হবে গান। আলোকের এই ঝরণা ধারায় ধুইয়ে দাও, ধুইয়ে দাও।

পাঠকের মতামত

স্থানীয় সাংসদের আশীর্বাদে মহিলা ভাইস চেয়ারম্যানের সুফল জনগণের দৌড় গড়ায় পৌঁছে দিয়েছেন বেবী

গরীব-মেহনতী মানুষের জনদরদী হিসেবে পরিচিত, পরোপকারী, ন্যায়পরায়ণ গুণাবলীর অধিকারী, মহিলা নেত্রী কামরুন্নেছা বেবী। যিনি গেল ...

কক্সবাজারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বিশ্বব্যাপী চলমান ...