
এম,এস রানা::
চার সন্তান কে উচ্চ শিক্ষায় শিক্ষত করে দেশের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছে উখিয়ার নুর মহল কাদের। পেশায় গৃহিনী নুর মহল কাদের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও উখিযা রত্নাপালং সাদৃকাটা গ্রামের মরহুম হাজী আবদুর রহিম দ্বিতীয় কন্যা নুর মহল এর স্বামী মোঃ আব্দুল কাদের( অবঃ) প্লানিং সুপারভাইজার বাংলাদেশ সরকারী মুদ্রণালয়( বিজি প্রেস) কর্মকর্তা সে হলদিয়া ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের মরহুম মৌলভী আব্দুর রশিদের পুত্র।
নুর মহল কাদেরের চার ছেলে মেয়ে তৎমধ্যে প্রথম পুত্র মোঃ আবদুল্লাহ সরোয়ার বিএসএস অনার্স, মাস্টার্স ( ম্যাথ) সে বর্তমানে উত্তরা টাউন বিশ্ব বিদ্যালয় কেলেজের লেকচারার, বড় মেয়ে আনকিস ইয়াসমিন ( সনি) বিএসসি অনার্স, মাস্টার্স ( রসায়ন) বর্তমানে সে নবশিখা স্কুল এন্ড কলেজে সহকারি অধ্যক্ষ, তার দ্বিতীয় মেয়ে ডাঃ সানিয়া নাসরিন এমবিবিএস কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত ও ছোট মেয়ে ডাঃ নিবিয়া শারমিন, বিডিএস (ডি,উ) থেকে কৃতিত্বের সাথে পাশ করে ইন্টার্নী চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছে।
এদিকে চার সন্তান কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে এলাকার মূখ আলোকিত করে তুলায় নুর মহল কাদের কে এলাকাবাসী রত্নগর্ভা মা’ ঘোষিত করে পুরষ্কারে ভূষিত করেছে।
আত্নীয় স্বজন ও এলাকাবাসীর পক্ষ থেকে রত্নগর্ভা মা’ নুর মহল কাদেরের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী (অবঃ) ড, মীর কাশেম,
এতে আন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মিসেস খুরশিদা কাশেম, কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক মুফিদুল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বদিউল আলম, ব্যাংকার রাশেদুজ্জামান, উপজেলা কৃষকলীগ নেতা মাহবুব উদ্দিন ভুইয়া, মৌলভী আব্দুর রউফ আল মামুন, মিসেস শাহেদা বেগম, ও রিয়াজুল হাসান মুার্শেল প্রমুখ।
পাঠকের মতামত