ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ৮:১৩ এএম

বিশ্বের মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো শত্রু শক্তিই মুসলিম দেশগুলোর ওপর জুলুম বা হামলা চালাতে পারবে না—এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার (৪ এপ্রিল) ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাসহাতের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলো যদি সত্যিকারের ঐক্য গড়ে তোলে, তাহলে কোনো সাম্রাজ্যবাদী শক্তিই মুসলিমদের ওপর জুলুম-নির্যাতন চালাতে পারবে না।

ফোনালাপে মাহদি আল-মাসহাতও ইসলামী ঐক্যের পক্ষে ইরানের অবস্থানকে প্রশংসনীয় ও গর্বের বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান সবসময় মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এই ফোনালাপ এমন এক সময় হলো, যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষের হতাহতের ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সংহতি এবং ঐক্যের বার্তা দিয়েছে ইরান ও ইয়েমেন।

এদিকে, সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে রাশিয়া ও চীন, ইরানের পক্ষে অবস্থান নিয়ে বলেছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা হওয়া উচিত এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার।

যুক্তরাষ্ট্রও পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে আবারো আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, ইরান এখন কূটনৈতিকভাবে মুসলিম ঐক্য এবং আন্তর্জাতিক সমর্থন—দুটোকেই শক্তিশালী করার পথে এগোচ্ছে।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...

রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ...

গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ...