প্রকাশিত: ০৭/১০/২০১৬ ৯:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক

আদিল রশিদের দ্বিতীয় শিকারে পরিণত হলেন মুশফিকুর রহিম। তিনি ১২ বলে ১২ রান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৪।

এর আগে আদিল রশিদ ২৫ রান করা মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে তারা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জেমস ভিঞ্চি, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, আদিল রশিদ, জেক বল।

পাঠকের মতামত

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো ...