উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৯/২০২২ ৭:৫০ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিয়ে ইসমাইল সাবরি বলেন, ‘মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কোনও শক্ত পদক্ষেপ নেয়নি নিরাপত্তা পরিষদ। যা খুবই দুঃখজনক’।

অধিবেশনে প্রধানমন্ত্রী ইয়াকুব বলেন, অনেকেই দেখেছেন কীভাবে মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদ হাত গুটিয়ে নিয়েছে এবং বিষয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ওপর ছেড়ে দিয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির সাধারণ মানুষসহ রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর দমন পীড়নের মাত্রা আরও বেড়েছে।

ইসমাইল ইয়াকুব আরও বলেন, জান্তা সরকার কর্তৃক আসিয়ানের ‘পাঁচ বিষয়ে ঐকমত্য’ বাস্তবায়নে অর্থবহ অগ্রগতি না হওয়ায় মালয়েশিয়া হতাশ। এই পরিস্থিতিতে আসিয়ানের ‘পাঁচ বিষয়ে ঐকমত্য’ আর বেশি দূর নেওয়ার মতো নয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত লাখ লাখ শরণার্থীর অবস্থা আরও জটিল করছে। এসব শরণার্থীর অধিকাংশই মুসলিম রোহিঙ্গা জাতিগোষ্ঠীর। প্রায় ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছে।

পাঠকের মতামত

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...