প্রকাশিত: ২৫/০১/২০২১ ৯:০৭ এএম

কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ও সাহায্য সংস্থার মিয়ানমার তোষণ নীতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হচ্ছে। এছাড়া ধীরগতির বিচার প্রক্রিয়াও প্রত্যাবাসন না হওয়ার অন্য আরেকটি বড় কারণ। রবিবার (২৪ জানুয়ারি) রাতে রোহিঙ্গাদের ওপর এক ওয়েবিনারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনের চেয়ে বাংলাদেশে মানবিক সহায়তা দিতে বেশি আগ্রহী আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই সহায়তা রাখাইনে দেওয়া হলে রোহিঙ্গারা ফেরত যেতে বেশি উৎসাহ বোধ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, চার বছর পার হয়ে গেলেও একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের আগ্রহ নেই জানিয়ে তিনি বলেন, তারা প্রতিশ্রুতি দিলেও এই বিষয়ে তাদের উৎসাহ দেখা যায় না। এছাড়া রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি না হলে এবং নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা না থাকলে রোহিঙ্গারা ফেরত যেতে আগ্রহী হবে না।

প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সবদিক দিয়ে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আমরা সমমনা দেশগুলির সঙ্গে এ বিষয়ে কাজ করছি। সুত্র: বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল ইউএনওর গাড়ি

নির্বাচনী দায়িত্বপালন করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় ...

সময়ের আলো’র নাইক্ষ‌্যংছড়ি প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক নুর মোহাম্মদ

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে চুড়ান্ত নিয়োগ পেলেন ...