প্রকাশিত: ২৬/০১/২০১৭ ১১:২৭ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
মিয়ানমারে আটক বাংলাদেশী নাগরিক ফিরিয়ে আনতে বুধবার ২৫ জানুয়ারী মিয়ানমারের মংডু টাউনশীপে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক পতাকা সভা অনুষ্টিত হয়েছে। পতাকা সভায় টেকনাফস্থ ২ বিজিবি অধিনায়কের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী পিবিজিএম। তাছাড়া কক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিউল আলম, কক্সবাজার পুলিশ সুপারের প্রতিনিধি হিসাবে পুলিশ পরিদর্শক শফিউল আজম উপস্থিত ছিলেন। অপরদিকে ৮ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উ অং ইয়াউ সিন। মিয়ানমারে সাজা ভোগ শেষে ফেরৎ আনা বাংলাদেশী নাগরিক হলেন মহেশখালী উপজেলার দইলারপাড়া মোঃ শরীফের পুত্র মোঃ তারেক প্রকাশ তারা (৪০)।
টেকনাফস্থ ২ বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সাজা ভোগ শেষে ১জন বাংলাদেশী নাগরিক ফেরৎ আনতে ২৫ জানুয়ারী মিয়ানমারের মংডু টাউনশীপের ১নং পয়েন্ট অব এন্ট্রি এন্ড এক্সিট এলাকায় মিয়ানমার সময় সকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপুর্ণভাবে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক পতাকা সভা অনুষ্টিত হয়। পতাকা সভায় ১জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশ প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করা হয়। বৈঠক শেষে বাংলাদেশী নাগরিক নিয়ে ফিরে এসে দুপুর ১২টায় টেকনাফ সদর বিওপির জেটি ঘাটে প্রেস ব্রিফিং দেয়া হয়। ফিরিয়ে আনা বাংলাদেশী নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করতে জিডি করতঃ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ##

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...