প্রকাশিত: ১৮/০৫/২০২১ ২:৫১ পিএম

মিয়ানমারের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা।

দেশটির প্রশাসনিক কাউন্সিল এবং এর সাথে সংশ্লিষ্ঠ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে এই কড়াকড়ি আরোপ করা হয়। এতে বলা হয়, মিয়ানমারের প্রশাসনিক কাউন্সিল, SAC এর সাথে সম্পৃক্ত সব ধরণের সম্পদ এবং অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর কড়াকড়ি আরোপ করেছে কানাডা। ফলে দেশটিতে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ থাকবে। গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আস পর্যন্ত এই কড়াকড়ি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...