প্রকাশিত: ১৮/০৫/২০২১ ২:৫১ পিএম

মিয়ানমারের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা।

দেশটির প্রশাসনিক কাউন্সিল এবং এর সাথে সংশ্লিষ্ঠ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে এই কড়াকড়ি আরোপ করা হয়। এতে বলা হয়, মিয়ানমারের প্রশাসনিক কাউন্সিল, SAC এর সাথে সম্পৃক্ত সব ধরণের সম্পদ এবং অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর কড়াকড়ি আরোপ করেছে কানাডা। ফলে দেশটিতে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ থাকবে। গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আস পর্যন্ত এই কড়াকড়ি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...