প্রকাশিত: ২১/০৪/২০১৭ ১১:০১ পিএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::
দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হচ্ছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী। আগামি ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহেশখালীর ডিজিটাল আইল্যান্ডের কার্যক্রম উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সর কার্যক্রম সফল করার জন্য প্রস্তুতিমুলক সভা গতকাল মহেশখালী উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

চারদিকে জলরাশি, মাঝখানে ছোট ভূখন্ড। নাম তার মহেশখালী। লবণ উৎপাদন ও পান চাষের জন্য এ দ্বীপের পরিচিতি দেশবাসীর কাছে অনেক আগে থেকেই। এবার এ দ্বীপটি বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে দেশের প্রথম ডিজিটাল দ্বীপ হিসেবে। এজন্য হাতে নেয়া হয়েছে ‘কনভার্টিং মহেশখালী ইনটু ডিজিটাল আইল্যান্ড’ প্রকল্প। কোরিয়ান টেলিকম ও আইওএম গোটা দ্বীপটিকে তথ্যপ্রযুক্তির আওতায় নিয়ে আসবে। আগামি ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল আইল্যান্ড প্রকল্প উদ্বোধন করবেন।

প্রাপ্ত তথ্যে জানা যায় রাজধানী ঢাকা থেকে প্রায় ৪শ’ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে পর্যটন শহর কক্সবাজার জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ হচ্ছে মহেশখালী। ৩৬২ দশমিক ১৮ বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপের বাসিন্দাদের জন্য তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার একটি প্রকল্প বাস্তবায়ন কবে।

উদ্বোধন অনুষ্টানকে সফল করতে ২০ এপ্রিল বেলা ১২টায় মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা.অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী ।

মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হোছাইন ইব্রাহীম, সহকারি কমিশনার ভুমি বিভিষণ কান্তিদাশ, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, পৌর মেয়র মকছুদ মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

প্রধান অতিথি বলেন, চুক্তি অনুসারে কোরিয়ান টেলিকম উচ্চগতির ইন্টারনেট ব্যাকবোন অবকাঠামোসহ মহেশখালী ও কক্সবাজার এলাকার মানুষের চাহিদা বিশ্লেষণ করে পর্যটন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের সেবা প্রাপ্তি নিশ্চিত করবে।

অন্যদিকে আইওএম এলাকায় মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সরকারের অন্যান্য সংস্থা, কেটি ও আইওএম’র সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যাবে। দেশে এটিই প্রথম প্রকল্প যে, একটি দ্বীপ ভূমিকে পুরোপুরি ডিজিটাল করা হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালী নয় পুরো কক্সবাজারের মান অনেক বেড়ে যাবে। কক্সবাজার একটি আধুনিক শহরে পরিণত। তথ্য প্রযুক্তিখাতে আরো এগিয়ে যাবে কক্সবাজার।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...