প্রকাশিত: ২২/০৫/২০১৭ ৮:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৬ পিএম

রিয়াজুল হাসান খোকন, শামলাপুর::

উখিয়া মনখালী গ্রামের ঐতিহ্যবাহী বলি খেলায় উখিয়ার বিখ্যাত শামশু বলি চ্যাম্পিয়ান হয়েছে, তিনি টেকনাফ বাহারছড়ার দক্ষিন শীলখালীর শফি উল্লাহ বলীকে হারিয়ে এই শ্রেষ্টত্ব অর্জন করেন। ২২মে উখিয়া মনখালীর যুব সমাজ আয়োজিত এই বলি খেলায় বিকাল ৫ ঘটিকার সময় শামশু বলি ও শফি উল্লাহ বলির মধ্যে উক্ত খেলার এক নাম্বার পূরুস্কার নিয়ে প্রতিদ্বন্ধিতা হয়, উক্ত প্রতিদ্বন্ধিতায় শামশু বলি শফি উল্লাহ বলিকে পর পর দুইটি আছার মেরে চ্যাম্পিয়ানত্ব অর্জন করেন। এই সময় শামশু বলিকে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে অভিনন্দন জানান, আর চ্যাম্পিয়ান শামশু বলিকে এক নাম্বার পুরুষ্কার হিসেবে নগদ দশ হাজার টাকা তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক মনখালীর কৃতি সন্তান আলহাজ্ব রফিকুল হূদা চৌধুরী। এই সময় আরো উপস্থিত ছিলেন বর্তমান ইউপি সদস্য মোঃ মুসা, সাবেক মেম্বার সোলতান আহমেদ, যুবলীগ নেতা কামাল হোসেন দূর্জয়, আমজাদ হোসেন খোকন, ব্যবসায়ী ও আয়োজক কমিটির নির্বাহী সদস্য মোঃ আলম, বাহারছড়া ইউনিয়নের ২ ওয়ার্ডের মেম্বার আজিজুল ইসলাম, ইনানী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস,আই, স্টাইলিন, সহ প্রমুখ। আর উক্ত খেলার দুই নাম্বার পূরুষ্কারে চ্যাম্পিয়ান হয়েছেন চকরিয়ার তারেকুল ইসলাম জীবন বলি, তৃতীয় পূরুষ্কারে চ্যাম্পিয়ান হয়েছেন টেকনাফ বাহারছড়ার জাহেদ বলি। উল্লেখ্য প্রথম পূরুষ্কারের চ্যাম্পিয়ান শামশু বলি বেশ কয়েকবার চট্রগ্রাম ঐতিহ্যবাহী জাব্বার বলি খেলা ও কক্সবাজার ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলায় বেশ কয়েকবার চ্যাম্পিয়ান ও যুগ্ন চ্যাম্পিয়ান হয়েছেন।

পাঠকের মতামত

নাইক্ষ‌্যংছড়ি উপজেলা নির্বাচন বর্জনে জেলা বিএনপির লিফলেট বিতরণ

বান্দরবান জেলার আসন্ন নাইক্ষ‌্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বান্দরবান জেলা বিএনপির দিনব‌্যাপি লিফলেট বিতরণ করা ...

নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে অভিযান, ৮টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে দুর্বৃত্তদের আস্তানায় হানা দিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম ...