আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১/০৪/২০২৫ ৯:৫৫ এএম

ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত হওয়া রাজ্যগুলোতেও হামলা অব্যাহত রেখেছে মিয়ানমারের জান্তা বাহিনী। চীন ও জাতিসংঘের আহ্বানে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, তা লঙ্ঘন করছে সামরিক সরকার। এর মধ্যেই আবার চলছে নির্বাচন আয়োজনের প্রস্তুতিও।



৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর গোটা মিয়ানমার যখন ধ্বংসস্তূপে পরিণত, তখনও থেমে নেই জান্তা বাহিনীর অভিযান। গত এক মাসে ৯২টি গোলাবর্ষণ ও বিমান হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ।

ভূমিকম্পে বিধ্বস্ত সাগাইং ও মান্দালয় অঞ্চলেই হামলা হয়েছে সবচেয়ে বেশি। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইন্দাউ দখলে নিয়েছে কাচিন বাহিনী ও ছাত্র গণতান্ত্রিক ফ্রন্টের যৌথ জোট। ফালাম শহরও হাতছাড়া করেছে জান্তা।



চীন ও জাতিসংঘের আহ্বানে কথিত ২০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও, তা মানেনি জান্তা সরকার। সে সময়েই হামলা চালায় কাচিন, চিন, রাখাইন ও শান রাজ্যে। পাল্টা জবাব দিয়েছে বিদ্রোহীরাও। জান্তা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে কারেনি, আরাকান ও পিপলস ডিফেন্স ফোর্স।

এদিকে ভূমিকম্পে প্রাণহানি ৩ হাজার ৬৪৫ ছাড়ালেও, জান্তা সরকার ব্যস্ত নির্বাচনী প্রস্তুতিতে। ডিসেম্বরে ভোট আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ৯ মে’র মধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। যদিও ২০২০ সালের বিজয়ী দল এনএলডিসহ ৪০টি দলকে ইতোমধ্যে নিষিদ্ধ করেছে জান্তা প্রশাসন।

দেশটিতে ভূমিকম্পে এ পর্যন্ত ধ্বংস হয়েছে প্রায় ৫০ হাজার ঘরবাড়ি, ৫ হাজার প্যাগোডা ও ২ হাজারের বেশি সরকারি ভবন। ক্ষতিগ্রস্ত ৬০টির বেশি টাউনশিপে ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ বিপর্যস্ত।

অভিযোগ উঠেছে, জান্তা নিয়ন্ত্রিত এলাকার বাইরের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান গোপন করছে সামরিক সরকার।

পাঠকের মতামত

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...