প্রকাশিত: ০৮/০৬/২০১৮ ১২:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৫ এএম

কায়সার হামিদ মানিক, উখিয়া :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২৭১ নং তুমব্রু মৌজার ২২৫ একর উপজাতিদের জমি স্থানীয় প্রভাবশালী চক্র জবর দখল করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বাইশপাড়ী গ্রামের কারবারী মংপুলাইন ও চৈতাচিং তংসহ ৭০ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহি অফিসার বরাবরে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। উপজাতিরা দীর্ঘ দিন ধরে ১২০ টি পরিবারের মত লোকজন শান্তিপূর্ণ ভাবে দীর্ঘ দিন ধরে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু প্রভাবশালী ভুমিদস্যু ব্যক্তিগন পার্বত্য চট্রগ্রামের প্রচলিত আইন প্রতারীতি পরিপহ্নি এবং বে আইনি ভাবে পরস্পর যোগসাজসের মাধ্যমে কিছু দিন আগে তিন দিন ব্যাপী অত্র নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের ভয় দেখিয়ে একে এম জাহাঙ্গীর আজিজ, নুরুল বশর, সোনালী, মাহবুব আলম, নজরুল ইসলাম যোগ সূত্রে প্রভাব খাটিয়ে উপজেলা নির্বাহী অফিসে নিয়োজিত সার্ভেয়ার মনিরুল ইসলামকে এনে তাদের ভোগ দখলীয় জায়গার পরিমাপ করে দখল বুঝিয়ে নিয়ে জবর দখল করার ও তাদের উচ্ছেদ করার পায়তারা করিতেছে। অভিযুক্ত ব্যক্তিগন ও সার্ভেয়ারের নিকট হইতে কাগজ পত্রের ব্যাপারে বা জমির পরিমাপের বিষয়ে জানতে চাইলে তারা কোন বৈধ কাগজ পত্র না দেখিয়ে উপজাতিদের কোন সদুত্তর না দিয়া জমি পরিমাপ করিয়া নেয়। এমতাবস্থায় উক্ত মৌজার প্রায় ১২০টি পাহাড়ী বাঙ্গালী পরিবার এখন উচ্ছেদ আতংকে দিনাতিপাত করছে। অভিযুক্ত ব্যক্তিগন প্রভাবশালী ভুমি দস্যু হওয়ায় অত্র মৌজার প্রজাগণ দখলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নানা ভাবে হয়রানি, নির্যাতন নীপিড়নের শিকার হচ্ছে এমনকি মামলা হামলা করার প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় পাহাড়ী বাঙ্গালীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এব্যাপারে জানতে চাইলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বিষয়টির ব্যাপারে অবগত নই বলে তিনি জানান। নাইক্ষ্যছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল বলেন, এধরনের একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জবর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

স্থানীয় সাংসদের আশীর্বাদে মহিলা ভাইস চেয়ারম্যানের সুফল জনগণের দৌড় গড়ায় পৌঁছে দিয়েছেন বেবী

গরীব-মেহনতী মানুষের জনদরদী হিসেবে পরিচিত, পরোপকারী, ন্যায়পরায়ণ গুণাবলীর অধিকারী, মহিলা নেত্রী কামরুন্নেছা বেবী। যিনি গেল ...

কক্সবাজারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বিশ্বব্যাপী চলমান ...