প্রকাশিত: ৩০/০৭/২০১৮ ৭:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০১ এএম

লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে শুধু নারীদেরকে উপদেশ দিলে চলবে না, সচেতনভাবে এগিয়ে আসতে হবে পুরুষদেরকেও বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রবিবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে ইউএনডিপি-সহায়তায় ‘সেন্টার ফর মেন অ্যান্ড মাসকুলিনিটিজ স্টাডিজ’ আয়োজিত ‘তরুণ সমাজে নারী-পুরুষ সহিংসতারোধ’ নীতি-নির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি উপস্থিত সবাইকে মনে করিয়ে দিন, ‘বয়ঃসন্ধিতে বন্ধুত্ব চলবে, কিন্তু প্রেম নয়; বিয়ে নয়। রাজাকার, জঙ্গি ও নারী উত্ত্যক্তকারীদের ‘তুই রাজাকার, দূর হ’, ‘তুই জঙ্গি, ধ্বংস হ’, এবং ‘তুই উত্ত্যক্তকারী, নিপাত যা’ বলতে শিখতে হবে সকলকে।’

‘রাজাকারেরা এখনও নারী নির্যাতনে বিশ্বাসী’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নারীদের সবচেয়ে বড় শত্রু ‘রাজাকার’। একাত্তরে রাজাকারেরা নারীদের উপর বর্বর নির্যাতন চালিয়েছিল। এখনও তারা ও তাদের দোসররা সেই দুষ্কর্মে বিশ্বাসী।’

জাসদের এই সভাপতি বলেন, ‘নারী শত্রু জঙ্গি, রাজাকার, তেঁতুলহুজুর, ধর্মান্ধতা ও কুসংস্কার রুখতে শিক্ষক-ছাত্রসহ সব মহলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এ সময় মন্ত্রী গণতন্ত্র, গণমাধ্যম ও সাইবার জগতের বিকাশের সাথে খাপ খাওয়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, ‘বিকাশমান এই তিন সূত্রের সঙ্গে তাল মেলাতে নারী-পুরুষ বৈষম্য ও লিঙ্গ সহিংসতা দূর করার কোনো বিকল্প নেই।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতিসংঘ তরুণ ও ছাত্র সমিতি, বাংলাদেশ এর সহ-সভাপতি সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাহ হুদা, ইউএনডিপি’র মানবাধিকার কর্মসূচির প্রধান কারিগরি পরামর্শক শর্মীলা রসুল।

সেন্টার ফর মেন এন্ড মাসকুলিনিটিজ স্টাডিজ এর সভাপতি ড. সৈয়দ মোঃ শাইখ ইমতিয়াজ সূচনা বক্তব্য দেন।

পাঠকের মতামত

স্থানীয় সাংসদের আশীর্বাদে মহিলা ভাইস চেয়ারম্যানের সুফল জনগণের দৌড় গড়ায় পৌঁছে দিয়েছেন বেবী

গরীব-মেহনতী মানুষের জনদরদী হিসেবে পরিচিত, পরোপকারী, ন্যায়পরায়ণ গুণাবলীর অধিকারী, মহিলা নেত্রী কামরুন্নেছা বেবী। যিনি গেল ...

কক্সবাজারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বিশ্বব্যাপী চলমান ...