প্রকাশিত: ১৬/০৬/২০১৮ ৫:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫১ এএম

নিউজ ডেস্ক::

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১২টায় ম্যাচটি শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে একটি দুঃসংবাদ শুনতে হলো পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে।কর ফাঁকি দেওয়ার অভিযোগে সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে দেওয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড। এ খবর দিয়েছে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল।

আজ এক রায়ে রোনালদোকে ১৮.৮ মিলিয়ন ইউরো পরিশোধ করার আদেশ দিয়েছে স্প্যানিশ আদালত। একই সঙ্গে দেওয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড। তবে জেলে অবশ্য থাকতে হবে না পর্তুগিজ এই তারকাকে। কারণ এর আগে তাঁর কোনো জেল খাটার রেকর্ড নেই।

রোনালদোর মতো তারকাদের জন্য ব্যাপারটি মিটমাট করে ফেলতে হয়তো খুব বেশি বেগ পেতে হবে না। কিন্তু বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সংবাদটি নিশ্চিতভাবেই মনঃসংযোগে কিছুটা বিঘ্ন ঘটাবে।

রোনালদোর এই মামলাটি অবশ্য খুব বেশি আলোচনায় ছিল না। তবে সেটি যখন হঠাৎ করে আলোচনায় আসল, তখন সত্যিই চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হলো পর্তুগাল ও রোনালদো ভক্তদের।

পাঠকের মতামত