প্রকাশিত: ২৫/০৮/২০১৮ ৫:৪৪ পিএম

হুমায়ুন রশিদ, টেকনাফ::
বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির মধ্যে সৌজন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দেশের আলোচনা শেষে বাংলাদেশ সীমান্ত হতে পালিয়ে যাওয়া ৯টি মহিষ ফেরত আনা হয়।
জানা যায়, ২৫ আগষ্ট সকাল সাড়ে ১১টায় মিয়ানমারের ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের ঝিমং চং ক্যাম্প অভ্যন্তরে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী। মিয়ানমার ৭ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লেঃ কর্ণেল নাই মাইও থো। উক্ত সৌজন্য বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এতে উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের অধিনায়কগণ মতামত ব্যক্ত করেন। শেষে পারস্পরিক বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে সৌজন্য সাক্ষাত শেষ হয়।
এদিকে গত ১৯ আগষ্ট বিকাল সাড়ে ৪টারদিকে খারাংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে পূর্ব মহেশখালীয়া পাড়ার সাবেক ইউপি মেম্বার আলী আকবরের মালিকানাধীন ৯টি মহিল ওপারে চলে যায়। বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি বিজিপিকে অবহিত করলে ফেরত দেওয়ার আশ^াস প্রদান করেন। সৌজন্য স্বাক্ষাত শেষে এই ৯টি মহিষ ফেরত দেওয়া হয়। বিজিবি কর্তৃপক্ষ মহিষ সমুহ ফেরত এনে মালিকের নিকট হস্তান্তর করেন।

পাঠকের মতামত