প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৯:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ পিএম

রিয়াজুল হাসান খোকন,বাহারছড়া::
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুরানপাড়া গ্রামে গাছের চাপা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যেু হয়েছে। গত ২ জুলাই (রবিবার) আনুমানিক রাত সাড়ে আটটার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। আর উক্ত যুবক স্থানীয় একই ওয়ার্ডের জুমপাড়া গ্রামের আশরাফ আলী ছেলে মঈন উদ্দীন (৩৫) বলে জানা যায়। এদিকে এলাকাবাসীর সূত্রে জানা গেছে গত কয়েক দিন আগে ঘটে যাওয়া ঘুর্ণিঝড় (মোরা) ও বর্তমানে প্রবল বর্ষনের ফলে স্থানীয় সমুদ্রের তীরে ঝাউ বাগানের অনেক ঝাউগাছ ভেঙ্গে যায়। তাই বন বিভাগের কর্মকর্তারা সেই গাছ গুলো সংরক্ষন করে রড় আকারে তৈরি করছিল, আর পুরানপাড়াতে রাস্তার পাশে একটি জায়গায় সাজিয়ে রাখছিল। আর মঈন উদ্দীন জীবিকার তাগিদে মজুর হিসেবে সে সহ আরো কয়েকজন দিন মজুর উক্ত গাছ গুলো গাড়ি থেকে উঠানামা করে সংরক্ষন, ও ভাঁজ করে সাজিয়ে রাখছিল, আর সারা দিন কাজ করতে করতে মাগরিবের সময় মঈন উদ্দীনের কাধে একটি গাছ থাকা অবস্থায় মাঠির মধ্যে তার পা স্লিপ করলে সে ভারসাম্যহীন ভাবে গাছ সহ মাঠিতে পড়ে যায়, আর সে পড়ে যাওয়ার সময় গাছটি তার মাথার উপরে পড়ে, আর গাছের ব্যাপক ওজনে কারণে পাশের পাকা রাস্তায় তার মাথা চাপা পড়ে ফেটে যায়, আর মাথায় প্রচন্ড আঘাতের কারণে সাথে তার আরো রক্ত ক্ষরণ হতে থাকে নাক, কান, ও মুখ থেকে। পরে তাকে সেখান থেকে জরুরি ভাবে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে এই ঘটনার ব্যাপারে স্থানীয় বিট কর্মকর্তা ইমাম তৌফিক বলেন মঈন উদ্দীন বন বিভাগের কাজ করতে গিয়ে দূর্ঘটনায় তার মৃত্যেু হয়েছে, এতে বন বিভাগ অত্যান্ত শোকাহত, তার ছোট ছোট চারটি সন্তান রয়েছে তাই আমাদের সবাই মিলে এখন চেষ্টা করতে হবে, এবং কিছু করতে হবে যেন তার পরিবারটি ভবিষ্যতে আর্থিক ভাবে কোনো রকম ভাল থাকে এবং চলতে পারে। এবং এলাকার সবার সহযোগীতায় বন বিভাগ এটি করবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে ৩৪ বিজিবির আর্থিক সহায়তা

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সীমান্তের বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহতদের সহায়তা প্রদান করছেন ৩৪ বিজিবি শুক্রবার (১৮ ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...