প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ৪:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::
টানা ভারি বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে।

আজ সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যা থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানায়, টানা ভারি বর্ষণ অব্যাহত থাকায় উপজেলার বাজালিয়া বরদুয়ারাসহ কয়েকটি স্থানে বন্যার পানিতে সড়ক তলিয়ে গেছে। অপরদিকে বান্দরবান-রাঙামাটি সড়কের পুলপাড়া বেইলি ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে। সড়কে চলছে নৌকা। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এদিকে গতকাল রোববার বান্দরবানের রুমায় পাহাড়ধসে ৫ জন নিখোঁজ হন। তাদের মধ্যে দুপুরে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আজ সোমবার সকাল থেকে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে ফের উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত চার জন নিখোঁজ রয়েছেন।

এরা হলেন- রুমা উপজেলার স্বাস্থ্যকর্মী মুন্নী বড়ুয়া, উপজেলা পোস্ট মাস্টার জবিউল আলম, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দি ও সিমোচিং নামের এক আদিবাসী নারী।

এর আগে গতকাল রোববার বিকেলে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা বাতিল করা হয়।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...