উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ৯:১৯ পিএম

এ বছরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য। আওয়ামী লীগ সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। জনকল্যাণই আমাদের মূল লক্ষ্য।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে আমাদের ওপরে। এ কারণে আমাদের প্রবৃদ্ধি কিছু কমেছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো আমাদের প্রবৃদ্ধি সর্বোচ্চ। আমরা বেশ ভালো অবস্থানে আছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-০৯ সালের জিডিপি অনুযায়ী বাংলাদেশ ছিলো বিশ্বের ৬০তম অর্থনীতির দেশ। আর সাড়ে চৌদ্দ বছরে আমাদের প্রচেষ্টার ফলে এখন বাংলাদেশ বিশ্বের বৃহৎ ৩৫তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে।

মূল্যস্ফীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে শাক, ভোজ্যতেল, সঞ্চালন, পরিবহন সবকিছুর দাম বেড়েছে। তার প্রভাবে দেশেও মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রচেষ্টা রয়েছে এ মূল্যস্ফীতি কমিয়ে আনার। মূল্যস্ফীতিকে প্রধান সমস্যা চিহিৃত করে তা কমানোর চেষ্টা চালাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা অনেক এগিয়ে গিয়েছি। বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশি হিসেবে মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকবে।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...