প্রকাশিত: ৩০/০৫/২০১৬ ৮:২৫ এএম , আপডেট: ৩০/০৫/২০১৬ ৯:৪৩ এএম

imagesউখিয়া নিউজ ডটকম::

উখিয়ার আ.লীগ নেতা নুরুল আমিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানা গেছে ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে , উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রতীক নিয়ে  অধ্যক্ষ শাহ আলম কে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। উক্ত নির্বাচনে উখিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বর্তমানে নির্বাচন করছে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক যারা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছে এবং যারা ঐ সমস্ত বিদ্রোহী প্রার্থীর পক্ষে করছে তাদেরকে দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত আছে। কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্তের আলোকে উখিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন কে বহিস্কার করা হইল। দলের অন্যান্য নেতৃবৃন্দ যারা তার পক্ষে কাজ করবে তাদেরকেও বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এ পর্যায়ে দলীয় নেতৃবৃন্দকে দলীয় প্রার্থী  অধ্যক্ষ শাহ আলমের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হইল। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করবে তারা দল থেকে বহিস্কৃত হিসাবে গণ্য হবে।

পাঠকের মতামত

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল ইউএনওর গাড়ি

নির্বাচনী দায়িত্বপালন করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় ...

সময়ের আলো’র নাইক্ষ‌্যংছড়ি প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক নুর মোহাম্মদ

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে চুড়ান্ত নিয়োগ পেলেন ...