প্রকাশিত: ০৯/০৪/২০২০ ৯:৪৫ পিএম

করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্কুল বন্ধ থাকায় প্রথম সাময়িক পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্ধারিত শিডিউল অনুসারে ১৫ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা এই মুহূর্তে নেয়া সম্ভব হবে না। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পরীক্ষা নেয়ার বিষয়ে চিন্তাভাবনা করব। পরীক্ষা বাতিল করা বা এ ধরনের কোন সিদ্ধান্ত আমার নেইনি।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে চাই। আর তাদের ঘরে রেখেই পড়ালেখা চালিয়ে যেতে চাই। তাই প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস সংসদ টিভিতে সম্প্রচার করা হচ্ছে। এদিকে গত ৭ এপ্রিল থেকে ‘ঘরে বসে শিখি’ শিরোনামে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার হচ্ছে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম এ ছয় শ্রেণির ক্লাস প্রচার হচ্ছে। প্রতি ক্লাসের সময়সীমা ২০ মিনিট।

জানা গেছে, টিভিতে পাঠদানকারী শিক্ষক শ্রেণিপাঠ শেষে পাঠদানকৃত বিষয়ে বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে। বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব স্কুল কলেজ বন্ধ থাকার কথা বয়েছে। তবে, ভাইরাসের সংক্রমণ না কমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

পাঠকের মতামত

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

৪০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াবে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪০ জন করে ফিলিস্তিনি মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...