প্রকাশিত: ০৫/০৭/২০১৭ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৫ পিএম

শহিদুল ইসলাম,উখিয়া::
উখিয়ার পাশ্ববতী ঘুমধুম ইউনিয়নের অাজুখাইয়া গ্রামে দেয়াল চাপায় একনারীর মৃত্যুুর খবর পাওয়া গেছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। স্হানীয় এলাকাবাসী জানান বুধবার বিকালে প্রবল বর্ষনে বাড়ীর দেয়াল চাপায় ছুমদা অাকতার নামের এক নারীর মৃত্যুু হয়েছে। সে ঘুমধুম ইউনিয়নের অাজুখাইয়া গ্রামের মৃত অাবদুল মাজেদ। ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে অাজিজ সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত