প্রকাশিত: ২৩/১১/২০১৬ ৮:০০ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে সংসদ সদস্য শামীম ওসমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে গণভবনে নারায়ণগঞ্জ মহানগর নেতাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা ঢাকাটাইমসকে নিশ্চিত করেন। তবে বৈঠকে সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলেও সূত্রে জানা গেছে।  image-8827-1479838019

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক ঘণ্টার বেশি সময় চলে এই বৈঠক। বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জে প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য শামীম ওসমান মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনেন। অভিযোগ আনেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারাও। অভিযোগ, পাল্টা অভিযোগ ও আইভীর যুক্তি খণ্ডনের মধ্যে বৈঠকের এক পর্যায়ে আইভী-শামীম দুজনই উত্তেজিত হয়ে পড়েন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, নেত্রী আইভী আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলে। তাকে মনোনয়ন দেয়া এবং তার পক্ষে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের নির্বাচনী কাজে নামানো কঠিন হয়ে পড়বে।

শামীম ওসমানের এমন অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে কথা বললে সেটা আমি দেখব। তাছাড়া আইভী আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলে এসব আমি এই মুহূর্তে শুনতে চাই না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আইভীকে মনোনয়ন দিয়েছে আইভীর পক্ষে তোমাদের কাজ করতে হবে, এর বাইরে আর কোনো কথা আমি শুনবো না।

প্রধানমন্ত্রী বলেন, ফুটবল খেলায় গোল দিতে হলে স্টাইকার লাগে। আমি খোঁজখবর নিয়েছি, নারায়ণগঞ্জে সেই স্টাইকার হলো আইভী। এজন্যই আইভীকে মনোনয়ন দেয়া হয়েছে।

আইভীর বিরুদ্ধে কড়া অভিযোগ আনেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনও। জবাবে শেখ হাসিনা বলেন, আইভী আমার বিরুদ্ধে কথা বললে সেটা আমি দেখবো। তোমরা কাঁদা ছোড়াছোড়ি না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং নৌকার প্রার্থীকে বিজয়ী করবে এটাই আমি চাই। মেয়র প্রার্থী আইভীর বিরুদ্ধে এই অবস্থান গ্রহণ করলে আনোয়ার হোসেন বলেন, নেত্রী আমি আর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে চাই না। আমি পদত্যাগ করতে চাই। আমাকে অনুমতি দিন। আমি বিদায় নিতে চাই। জবাবে শেখ হাসিনা বলেন, রিজাইন লেটার দাও। তারপর বিদায় দিয়ে দেব।

শামীম ওসমানসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ একের পর এক আইভীকে দোষারোপ করে বক্তব্য রাখলে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আইভী কথা বলেছেন এমন অভিযোগ আনলে আইভী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। কাঁদো কাঁদো কণ্ঠে আইভী বলেন, ‘নেত্রী আমি আপনার বিরুদ্ধে কখনই কোনো কথা বলিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট।’

আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে একটি শ্রমিক সমাবেশে বক্তব্যে আমি বলেছি, জয়বাংলা শুধু আওয়ামী লীগের শ্লোগান নয়। জয়বাংলা বাঙালির শ্লোগান। আমি বলেছি ওসমান পরিবার নারায়ণগঞ্জে আওয়ামী লগিকে কুক্ষিগত করতে চায়।’ এ সময় শেখ হাসিনা বলেন, সত্যিই তো জয়বাংলা বাঙালির শ্লোগান। আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে ত্বকী হত্যার প্রতিবাদ করেছি। আমি তখন শামীম ওসমানের পক্ষ নেইনি এটাই আমার অপরাধ।’

আইভীর বিরুদ্ধে একে পর এক অভিযোগ আনতে থাকলে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘ঠিক আছে আপা মনোনয়ন আনোয়ার ভাইকে দেন। আমি নির্বাচন করবো না।’

বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখন আইভীর পক্ষে কাজ করতে সবাইকে নির্দেশ দেন তখন শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। তখন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘আপা আমি ও আমরা আপনার ছায়াতলে থাকতে চাই।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে আইভীকে বিজয়ী করে আনো তখন ছায়াতলে থাকবা।’

(ঢাকাটাইমস

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমকে প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন অংশীজন খোঁজার মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) রোহিঙ্গাদের জন্য আরো তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন ...

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ...

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...