প্রকাশিত: ২০/০৮/২০১৮ ৯:২৫ পিএম

ডেস্ক নিউজ – বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোনিয়া (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, খবর পেয়ে বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোনিয়া নামে এক তরুণীকে আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে পাসপোর্ট করিয়ে দেওয়ার জন্য একজন সহযোগীও ছিলেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সহযোগী পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। তবে তার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাঠকের মতামত

গদি নেই তবু সাবেক এমপি বদি!

আবদুর রহমান বদি। কক্সবাজার-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, তাও আবার ক্ষমতাসীন দলের টিকিটে। মাদক ...

মিয়ানমারে সশস্ত্র লড়াই: আরাকান আর্মির কাছে গুরুত্বহীন রোহিঙ্গারা

মিয়ানমারে জান্তা বাহিনীর নির্যাতনের অবসান ঘটিয়ে নিজেদের জাতিসত্তার স্বীকৃতি আদায় এবং রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ...