রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
রোহিঙ্গা সংকট সমাধানে আগামী চার মাসের মধ্যে তিনটি আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে। এসব সম্মেলনের আয়োজক ...
উখিয়া নিউজ ডেস্ক :
কক্সবাজার অাঞ্চলিক পাসপোর্ট অফিসে অতি কৌশলে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ল কথিত পিতাসহ রোহিঙ্গা নারী।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে কথিত পিতার ৬ মাস ও মেয়ের ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কক্সবাজার অাঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম বলেন, নিজে পিতা সেজে রোহিঙ্গা নারীকে পাসপোর্ট করিয়ে দেবার জন্য অফিসে হাজির হয় বাংলাদেশী এক লোক। সন্দেহ হলে বিভিন্ন প্রশ্ন করলে আসল পরিচয় ভেসে আসে।
তিনি বলেন, আমাদের চৌকষ কর্মতৎপরতাকে ধোকা দিতে নিজেও পাসপোর্ট করতে এসেছিল। বিধি বাম। দীর্ঘ ৩ ঘন্টা জেরার কশাঘাতে পরাস্ত।
আক্ষেপ করে তিনি বলেন, এভাবে আর কতকাল? সব সময় কি আর বকবক করার ইচ্ছা থাকে? সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।
সূত্র: কক্সবাজার নিউজ ডটকম
পাঠকের মতামত