প্রকাশিত: ১৬/০৬/২০১৭ ২:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৫ পিএম

হুমায়ুন কবির জুশান ,উখিয়া::
উখিয়া হাসপাতালে ছাত্রী ধর্ষনের ঘটনায় আরেকবার বের হয়ে পড়েছে সমাজ অবক্ষয়ের ভয়াল রুপ। কোন ঘটনা ঘটলে কিছুদিন লেখালেখি, হৈ চৈ,তারপর চুপ। জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের কলিমুল্লাহর স্ত্রী ছেনুয়ারা বেগম ডাইরিয়ায় আক্রান্ত হয়ে উখিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় গত ৪ ডিসেম্বর। ৬ ডিসেম্বর মাকে দেখতে হাসপাতালে আসেন সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী জোছনা আক্তার। রাত ১২ টায় স্থানীয় বহিরাগত সন্ত্রাসী গিয়াস উদ্দিনসহ অপরাপর ৪ জন বখাটে যুবক নতুন হাসপাতাল ভবনের পেছনে নিয়ে গণধর্ষণ চালায়। এ ঘটনায় উখিয়ায় তোলপাড় সৃষ্টি হলেও সময়ের বিবর্তনে তা যেন ভুলে যেতে বসেছে। এ ধরণের পৈশাচিক ঘটনায় মনুষ্যত্বের অধপতনের চিত্র। এভাবে মানুষ আর মানবতার অধঃপতনের ঘটনায় এক দিকে চরম উৎকণ্ঠায় উখিয়ার অভিভাবক মহল, অপর দিকে ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে ভীতি আতঙ্ক আর উদ্বেগ। উখিয়া টেকনাফ বাসির আরেক আতঙ্কের নাম মরণ নেশা ইয়াবা। ইয়াবা নিয়ে তোলপাড় আর আলোচনা চলছে দেশজুড়ে। কারণ এ ধরণের সূত্র ধরে একসাথে বেরিয়ে এসেছে সমাজের অবক্ষয়ের বহুমাত্রিক চিত্র। সুতার টান পড়েছে নানা স্তরে। প্রশাসনসহ নড়চড় শুরু হয়েছে বিভিন্ন মহলে। একর পর এক অন্ধকার জগতের চিত্র বের হয়ে পড়তে শুরু করেছে বিভিন্ন মহলের। কারা কিভাবে রাতারাতি অঢেল বিত্ত বৈভবের মালিক বনে যাচ্ছে তা যেমন সবার সামনে প্রকাশ হয়ে পড়েছে তেমনি কিভাবে তারা অবৈধ টাকা চরম ভোগ বিলাসের পেছনে খরচ করছে তাও সামনে এসেছে। প্রকাশ হয়ে পড়েছে রাজনৈতিক উচ্চবিত্তদের নারী আর মাদককেন্দ্রিক নোংরা জীবনযাপনের চিত্র। সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার জানিয়েছেন, উখিয়া-টেকনাফের ইয়াবা ও মানব পাচারকারীকে রাস্তার কুকুরও ঘৃণা করে তাদের। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের কেন্দ্র করে এক শ্রেণীর জিও এনজিওর নষ্টদের নষ্ঠামীর কেন্দ্র হিসেবে কক্সবাজারের নামীদামি বিভিন্ন আবাসিক হোটেলসহ আরো অনেক অন্ধকার জগতের চিত্র সামনে এসেছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...