প্রকাশিত: ২৮/০৬/২০১৭ ৪:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
ঈদে টেকনাফের নাফ নদীতে ভ্রমণে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে মো. আমিন (০৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে নাফ নদীর ১নং স্লুইচ গেট এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানান টেকনাফস্থ কোস্টগার্ড স্টেশনের লে. কমান্ডার জাফর ইমাম সজীব।
তিনি বলেন, নাফ নদীতে বিফিংগী জালে ওই শিশুর লাশটি আটকা পড়ে। স্থানীয় জেলেরা বিষয়টি দেখে তাদের খবর দেয়। পরে স্বজনদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি আমিনের বলে শনাক্ত করে।

মো. আমিন টেকনাফ পৌরসভা এলাকার ইসলাবাদের সাব্বির আহমেদের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মাইনউদ্দিন খান জানান, নাফ নদীতে বিফিংগী জাল থেকে নিখোঁজ তিনজনের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অন্য নিখোঁজরা হল- মৌলভী পাড়ার মীর আহমদের ছেলে আনোয়ার সাদেক (১৪) এবং নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৫)।

এদিকে সকাল পর্যন্ত অন্য নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে নাফ নদীর নতুন জেটি দিয়ে ছোট ছোট কয়েকটি নৌকায় শিশু-কিশোররা ভ্রমণে যায়। এমন একটি নৌকা প্রায় ১৮-২০ জন যাত্রী নিয়ে নাফ নদী ভ্রমণ শেষে ফেরার পথে জেটির একটি পিলারে ধাক্কা খায়। এতে নৌকাটি উল্টে গিয়ে সব যাত্রী পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। পরে অন্যরা সাঁতরে তীরে উঠলেও তিন শিশু-কিশোর নিখোঁজ ছিল।

এদের মধ্যে বুধবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...