প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ৬:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৪ পিএম

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে নৌকাডুবির ঘটনায় আনোয়ার সাদেক (১৪) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাবরাং’র কবির মেম্বারে চিংড়ি খামার সংলগ্ন প্যারাবন থেকে ভাসমান অবস্থায় আনোয়ার সাদেকের লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত আনোয়ার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বাসিন্দা মীর আহমদের ছেলে। গত মঙ্গলবার ঈদের পরদিন নৌকাডুবির ওই ঘটনায় এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ সদর ইউপির সদস্য এনামুল হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের সাবরাং কবির মেম্বারে চিংড়ি খামার সংলগ্ন প্যারাবন থেকে ভাসমান অবস্থায় আনোয়ার সাদেকের লাশটি উদ্ধার করা হয়েছে। থানা পুলিশকে জানিয়ে দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...