উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন
উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে নৌকাডুবির ঘটনায় আনোয়ার সাদেক (১৪) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাবরাং’র কবির মেম্বারে চিংড়ি খামার সংলগ্ন প্যারাবন থেকে ভাসমান অবস্থায় আনোয়ার সাদেকের লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত আনোয়ার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বাসিন্দা মীর আহমদের ছেলে। গত মঙ্গলবার ঈদের পরদিন নৌকাডুবির ওই ঘটনায় এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ সদর ইউপির সদস্য এনামুল হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের সাবরাং কবির মেম্বারে চিংড়ি খামার সংলগ্ন প্যারাবন থেকে ভাসমান অবস্থায় আনোয়ার সাদেকের লাশটি উদ্ধার করা হয়েছে। থানা পুলিশকে জানিয়ে দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
পাঠকের মতামত