প্রকাশিত: ১২/০৭/২০১৭ ১০:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ পিএম
লম্পট আহমদ কবির

লম্পট আহমদ কবির
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা হামিদিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১২জুলাই) নাইক্ষ্যংছড়ি থানায় ধর্ষক ও সহযোগীসহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন ভিকটিমের বাবা।

ভিকটিমের পিতা মো: শাহজাহান সাংবাদিকদের জানান- ঘটনার দিন রমজানের শেষ শুক্রবার তিনি জুমার নামাজ আদায় করতে যান এবং তার স্ত্রী বাড়ির জন্য পানি আনতে গেলে স্থানীয় ছৈয়দুল আমিনের ছেলে লম্পট আহমদ কবির তার মেয়েকে জোর করে পাশের একটি পাহাড়ে নিয়ে ধর্ষণ করে। ‘এক পর্যায়ে আমার মেয়ে রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান হয়ে পড়লে ধর্ষক ও সহযোগীরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আমার মেয়েকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দিই’। ঘটনার পর থেকে ধর্ষণে সহযোগীতাকারী মো: হোছন, ছৈয়দ আলম তার পরিবারের সদস্যদের খুন করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির ছাত্রীর বাবার এজাহারের বরাত দিয়ে জানান, আহমদ কবির (২২) নামে ওই যুবক শিশুকন্যাটিকে তুলে নিয়ে গিয়ে পাশের পাহাড়ে কোনো এক স্থানে ধর্ষণ করে। ওসি আরো জানান, চিকিৎসা শেষে ভিকটিমের বাবার অভিযোগ পেয়ে দোষীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৭) এবং দোষীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মা’ই’ন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ...

উখিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত না হলে চিকিৎসা সংকট বাড়বে!

কক্সবাজারের উখিয়া উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যা থেকে ...