প্রকাশিত: ০২/০৬/২০১৭ ৯:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ পিএম

কক্সবাবাজার প্রতিনিধি :
দূর্যোগে ক্ষতিগ্রস্থ কাউকে না খেয়ে থাকতে হবে না। ভাঙ্গা বসতবাড়ী নতুন ভাবে নির্মাণ করে দেয়া হবে। সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, শেখ হাসিনাই একমাত্র দেশনেত্রী যিনি সবসময় সুখ-দুঃখে মানুষের পাশে থাকেন। শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়াপাড়া ও টেকনাফে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
সেতু মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দেয়া উন্নয়ন ও জনকল্যাণের বাজেট বেগম জিয়া এবং তার দল মেনে নিতে পারছেননা।
সকালে কুতুবদিয়াপাড়ায় ৬শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং নগদ ১ হাজার টাকা করে বিতরণ করেন তিনি। এরপর স্থানীয় জেলা আওয়ামীলীগ নেতা, উখিয়া টেকনাফের এম পি আব্দুর রহমান বদি, মহেশখালী কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ৪টি দলে বিভক্ত হয়ে জেলার টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে মোট একশ’ ৩২ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বিতরণ করেন সারাদিন ।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...