
বরিশালে দুই বোনের উপর হামলা চালিয়ে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা মো. আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারো পাঠানো হয়।
গত বুধবার বরিশালের গৌরনদী উপজেলা সদরে গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য মো. আরিফ দুই বোনের ওপর হামলা চালায়।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় দুই বোনের একজন বাদী হয়ে গৌরনদী থানায় ছাত্রলীগ নেতা আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
হামলা ও শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার বাদী সাংবাদিকদের জানান, তার ছোট বোন বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক সম্মান শেষ বর্ষের ছাত্রী। তিনি বাড়ি থেকে বের হলে রাস্তায় আরিফ তার সহযোগী বখাটেদের নিয়ে পথরোধ করে। এ সময় উত্ত্যক্ত করাসহ অশালীন কথাবার্তা বলে। ছোট বোন বিষয়টি পরিবারকে অবহিত করলে আরিফকে তার অভিভাবক বারণ করে। এতে আরিফ আরও ক্ষিপ্ত হন।
গত বুধবার বিকেল ৪টার দিকে তার ছোট বোনকে সাথে নিয়ে পৌর সদরের দক্ষিণ বিজয়পুর মৎস্য খামারের সামনে গেলে আরিফ তার ৩ সহযোগী নিয়ে তাদের উদ্দেশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা বলে ছোট বোনের শরীরে হাত দেয়। এর প্রতিবাদ করলে আরিফ সহযোগীদের নিয়ে দুই বোনের উপর হামলা চালিয়ে টানা হেঁচড়া করে ওড়না নিয়ে যায়।
কলেজ ছাত্রীর মা অভিযোগ করেন, বখাটে আরিফকে শাসিয়ে দেয়ায় সে বাড়িতে এসে প্রায়ই তার মেয়েদের ক্ষতি করার হুমকি দিতো।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, কলেজ ছাত্রী ও তার বড় বোনকে শ্লীলতাহানি ও হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা মো. আরিফ মিয়াকে প্রধান আসামি করে তিন সহযোগীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় আরিফকে গ্রেপ্তার করে গত বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
আরিফের বিরুদ্ধে স্থানীয়ভাবে বখাটেপনা করার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত