প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৪ পিএম

চট্টগ্রাম: অপরিচিত দুই মেয়েকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে ভেসে গেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকীব বিন খাব্বাব।
মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করলেও নাকীব বিন খাব্বাবের খোঁজ পাওয়া যায়নি।

খাব্বার কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল ছেলে। তার বাড়ি বরুড়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকালের দিকে গুলিয়াখালী সাগর পাড়ে চুয়েটের কয়েকজন শিক্ষার্থী বেড়াতে আসে। দুপুর ২টার দিকে সাগর পাড়ে বেড়ানোর সময় তারা অন্য দুটি অপরিচিত মেয়েকে সাগরে ডুবে যেতে দেখেন।

এসময় চুয়েট ছাত্র খাব্বাব ও ইমতিয়াজ সেখানে ছুটে গিয়ে তাদেরকে পানি থেকে তোলার চেষ্টা করেন। কিন্তু তারাও পানিতে ডুবে যেতে থাকেন।

তাদের সহপাঠীরা চিৎকার শুরু করলে স্থানীয় জেলেরা এসে দুটি মেয়ে ও ইমতিয়াজকে উদ্ধার করলেও ভেসে যান খাব্বাব (২৩)।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কৃষ্ণ প্রদাস তলাপাত্র জানান, খবর পেয়ে তারা ও আগ্রাবাদের দুটি টিম এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। কিন্তু ওই ছাত্রের খোঁজ পাওয়া যায়নি।

পাঠকের মতামত

একরাম হত্যা মামলায় বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ ...

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হলো

সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ...

রোহিঙ্গা সংকটে কক্সবাজারবাসীর অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে: নাহিদ

বাংলাদেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে কক্সবাজারের স্থানীয় মানুষের প্রতি অবিচার করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ...