প্রকাশিত: ১১/১২/২০১৭ ১২:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
চাল ডাল তেল চিনি থেকে শুরু করে ত্রাণের পণ্য এখন পুরো বাজারে। কেজি প্রতি চাল বিশ টাকা। ডব্লিউএফপির তিন কেজি ডালের মূল্য ত্রিশ টাকা। ৫০ টাকায় বিক্রি হচ্ছে শীতের কম্বল। স্থানীয়রা অভিযোগ করেন ক্যাম্পের নিরাপত্তা বলয় পেরিয়ে রোহিঙ্গারা এইসব পণ্য ক্যাম্পের বাইরে পাচার করছেন। হাতবদল হয়ে স্থানীয়দের কাছ থেকে চলে আসছে বাজারে। কখনো ভোক্তারা কিনলেও দোকানে মজুদ করেন অনেকে আর বিক্রির মূল্য চড়া।

বাজার ঘুরে দেখা যায় ক্যাম্প থেকে আসা ১০০ কেজি চালের বিক্রি মূল্য ১৮০০ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০ টাকা দরে। এদিকে স্থানীয় বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ার কারণে গেল বছর মন প্রতি ধান ২৫শ থেকে ২৬শ টাকায় কেনা বেচা হয় এবছর তা নেমে এসেছে ১৫শ থেকে ১৬শ টাকায়। অন্যান্য খাদ্যশস্যে সঠিক মূল্য পাচ্ছেন না কৃষকরা। এছাড়া উৎপাদন কম হওয়ার কারণে আর্থিক আরো বেড়েছে।

স্থানীয় কৃষকরা বলেন, ‘রোহিঙ্গারা শেষ করে ফেলেছে সব। মাল বিক্রি পারছি না। হাজার হাজার রোহিঙ্গা সব সস্তা দামে বিক্রি করে দিচ্ছে। আমরা তো এখন ধান বিক্রি করতে পারছি না।’

এদিকে ত্রাণের সামগ্রী বাজারে পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন সংগঠন ও দপ্তরের দেয়া ত্রাণ এখন প্রয়োজনের তুলনায় বেশি পাচ্ছেন রোহিঙ্গারা। ফলে একই জিনিস বার বার পাওয়ার প্রবণতা বাড়ছে। তাই বিশেষ করে খাদ্যের পুরো বিষয়টি ডব্লিউএফপির তত্বাবধানে গেলে ত্রাণ ব্যবস্থাপনা সুষ্ঠু হবে বলে জানিয়েছেন তারা।

পাঠকের মতামত

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...