টেকনাফ প্রতিনিধি::
টেকনাফ সমুদ্র সৈকত সদর ইউনিয়ন মহেষখালী পাড়া উপকুল এলাকা থেকে এক রোহিঙ্গা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২০ জানুয়ারী শুক্রবার বেলা ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয় পাড়া সী-বিচ এলাকায় সমুদ্র সৈকতের তীরে একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর পর টেকনাফ মডেল থানার এস. আই. মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এখনো পর্যন্ত লাশটির কোন পরিচয় ও আত্বীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালরে মর্গে প্রেরন করা হয়েছে। লাশটি বেশি পচেঁ যাওয়ার ফলে এখনো পর্যন্ত লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। তবে লাশটি মিয়ানমারের নাগরিক হতে পারে।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ...
পাঠকের মতামত