প্রকাশিত: ১০/০৮/২০১৮ ৭:৫৩ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি::
অনিয়ম, দূর্নীতি ও শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরে সাহসিকতার পরিচয় দিচ্ছেন সাংবাদিকেরা। শহরের পাশাপাশি গ্রামগঞ্জে পিছিয়ে থাকা অবহেলিত মানুষের অধিকার ও মাদকের কুফল সম্পর্কে মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবে। আজ মাদক ( মরণনেশা ইয়াবা) যুব সমাজকে ধ্বংস করে বিপথগামী করছে। তার জন্য মাদক প্রতিরোধ করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সাংবাদিকরা ভূমিকা রাখতে পারবে। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক মনোনিবেশের ফলে যুবসমাজ অনেকটা মাদক থেকে দূরে থাকবে। পাশাপাশি টেকনাফে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে করণীয় বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে। ১০ আগস্ট শুক্রবার দুপুর ২টায় টেকনাফ সাংবাদিক ইউনিটি ও পৌর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভায় হোটেল মিলকি রির্সোট হল রুমে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা রবিউল হাসান উপরোক্ত কথাগুলো বলেন।

টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা হাফেজ মুহাম্মদ কাশেমের সভাপতিত্বে পৌর প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল্লাহ মনির এর পরিচালনায় সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন-পৌর প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- টেকনাফ মডেল থানার (ওসি অপারেশন) রাজু আহম্মেদ, থানার সেকেন্ড অফিসার মাহির উদ্দীন খাঁন, পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কল হোসেন। বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিটির উপদেষ্টা মমতাজুল ইসলাম মনু, ছিদ্দিকুর রহমান, পৌর প্রেসক্লাবের উপদেষ্টা জেড করিম জিয়া ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম, ইউনিটির সম্পাদক নুরুল হোসাইন । এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন, সহ-সভাপতি নুরুল হক, পৌর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক নুর হাকিম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ইউনিটির সহ-সভাপতি ছৈয়দুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম, পৌর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরহাদ আমিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহীন, প্রচার সম্পাদক মোহাম্মদ রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, ইউনিটির ধর্ম বিষয়ক সম্পাদক হারুন সিকদার, কার্যকরী পরিষদের সদস্য এটিএন ফয়সাল, এম আমান উল্লাহ আমান, সাধারণ সদস্য জাহাঙ্গীর আলম, মেজবাউল হক বাদলা, আজকের দেশবিদেশের জাকারিয়া আলফাজ, ফরিদ বাবুল, শহিদুল ইসলাম শাহেদ, রহিম উল্লাহ, দেলোয়ার হোসেন, আবদুল কাইয়ুম, প্রমূখ। উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের কল্যানে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ঢাকায় সাংবাদিকদের উপর হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও মানবনন্ধন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

পাঠকের মতামত

স্থানীয় সাংসদের আশীর্বাদে মহিলা ভাইস চেয়ারম্যানের সুফল জনগণের দৌড় গড়ায় পৌঁছে দিয়েছেন বেবী

গরীব-মেহনতী মানুষের জনদরদী হিসেবে পরিচিত, পরোপকারী, ন্যায়পরায়ণ গুণাবলীর অধিকারী, মহিলা নেত্রী কামরুন্নেছা বেবী। যিনি গেল ...

কক্সবাজারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বিশ্বব্যাপী চলমান ...