চাকরির খোঁজে রোহিঙ্গা কিশোর টঙ্গীতে
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে চাকরির খোঁজে গাজীপুরের টঙ্গীতে আসে একজন রোহিঙ্গা ...
জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে ২বিজিবির জওয়ানেরা নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ২লক্ষ পিচ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব ইয়াবা ব্যাটলিয়ান সদের জমা দেওয়া হয়েছে। বিজিবি সুত্র জানায়,২জুন জুমাবার ভোর রাত ৪টার দিকে দমদমিয়া বিওপির জওয়ানেরা ৪ও৫নং স্লুইচ গেইট সংলগ্ন নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ৬কোটি টাকা মূল্যের ২লক্ষ পিচ ইয়াবা উদ্ধার করেন। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতের উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
পাঠকের মতামত