প্রকাশিত: ৩০/০৮/২০১৮ ৯:২১ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোরে হ্নীলা বিওপির নায়েক সুবেদার ছাবির উদ্দিনের নেতৃত্বে একটি টহলদল ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অবস্থান নেয়। এসময় একজন লোককে একটি ব্যাগ হাতে আসতে দেখে সন্দেহ হওয়ায় বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। এক পার্যায়ে হাতে থাকা ব্যাগটি ফেলে পাশের গ্রামে পালিয়ে যায় পাচারকারী। পরে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
শরিফুল ইসলাম আরও জানান, উদ্ধার ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।সং

সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিজিবি কর্মকর্তা জানান, একইদিন সকালে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে যাত্রীবাহী একটি বাস তল্লাশি চালিয়ে একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। হোয়াইক্যং বিওপির নায়েক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি করছিল। টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস হোয়াইক্যং চেকপোস্টে আসলে তল্লাশি করে বাসের পিছনে সিটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের ভেতর হতে ১টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের ওজন ১০ ভরি ১৪ আনা চার রতি। যার আনুমানিক মূল্য চার লাখ ৩৬ হাজার ছয়শ টাকা। স্বর্ণের বারটি হৃীলা শুল্ক গুদামে জমা করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এনজিওগুলোকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে ...

দলের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না টেকনাফ মহিলা দলের দুই নেত্রী

আ.লীগ সরকারের অধীনে ধারাবাহিকভাবে সকল নির্বাচন বর্জন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেই ধারাবাহিকতায় ...

হিট স্ট্রোকে রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, নামাযে জানাযা সম্পন্ন

রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল ...