প্রকাশিত: ২৩/০২/২০১৯ ১১:০৭ এএম

টেকনাফ প্রতিনিধি ::
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ডা. হামিদ (৪১) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় হাসান আলী নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের শালবাগান ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ডা. হামিদ নয়াপাড়ার বাসিন্দা ও একজন পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ডিসপেনসারিতে কর্মরত ছিলেন ডা. হামিদ। অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায় একদল সন্ত্রাসী। তবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত নুরুল আলমের অনুসারী। সহকর্মীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়েই তারা এ ঘটনা ঘটিয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পাহাড়ি এলাকা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

পল্লী চিকিৎসকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত