কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিন দিনের সম্মেলন,অংশ নেবে ৪০টি দেশ
আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে উৎসব পালন করবেন-এমন প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ...
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে নয়জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের মরদেহ মর্গে রাখা রয়েছে।
এদিকে ট্রলারডুবির ঘটনায় ১৩৮ জনের মধ্যে অন্তত ৫০ জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালাচ্ছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার সকালে পরিচয় শনাক্ত হওয়া নয়জন রোহিঙ্গার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় টেকনাফের মিঠাপানির ছড়া এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গাসহ ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার উদ্ধার অভিযানে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
পাঠকের মতামত