প্রকাশিত: ২২/১১/২০১৯ ৬:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ইয়াবাসহ মো. আব্দুল গফুর (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫।শুক্রবার (২২ নভেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ী হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা গোমাতলী পাড়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহাতাব এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজারের আব্দুল গফুরের বসতবাড়িতে মাদকদ্রব্য বিক্রির খবরে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানান ওই কোম্পানি কমান্ডার।

উদ্ধার ইয়াবাসহ আটক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...