প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১১ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
টানা বর্ষনে উখিয়ার পালংখালীতে ৩হাজার একর চিংড়ি ঘের ও উপজেলার ৫ইউনিয়নে ৫০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্ধি রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট এবং কাঁচা ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্ঠান, আমন বীজতলা, শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খবর পাওয়া গেছে। যার আনুমানিক পরিমাণ অর্ধশত কোটি টাকা। এ পর্যন্ত উখিয়ায় বিভিন্ন স্থানে পাহাড় ধ্বস এবং পাহাড়ী ঢলে শিশু জন ৫জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া ও পাশর্^বর্তী ঘুমধুমে পাহাড় ধ্বসে এক বয়োবৃদ্ধ মহিলার মৃত্যুর হয়েছে। নিহতের সংশ্লিষ্ঠ আত্মীয়স্বজনেরা উদ্ধার করে দাফন সম্পন্ন করেছে। নিহতরা হলেন-উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার জাফর আলমের মেয়ে আয়েশা সিদ্দিকা(১৪), একই এলাকার ছামিরা আক্তার (১৪)। রতœাপালং ইউনিয়নের মধ্যরতœা এলাকার অমূল্য বড়ুয়ার ছেলে ইতন বড়ুয়া (১৪)। ওই ইউনিয়নের সাদৃকাটা এলাকার মোঃ ইসলাম সাওদাগর (৫৫) এবং পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকার সরওয়ার আলমের শিশুপুত্র শাহারিয়ার বাপ্পি (৭)।

জানা গেছে, আকষ্মিক টানা বর্ষনে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল, আঞ্জুমানপাড়া, থাইংখালী, তেলখোলা, মুছারখোলা, জামতলি, ধামনখালী, বালুখালী, শিয়াইল্যাপাড়া, রাজাপালং ইউনিয়নের কুতুপালং, দরগাহবিল, ডিগলিয়াপালং, সিকদারবিল, রাজাপালং, হাজিরপাড়া, কাশিয়ারবিল, তুতুরবিল, চাকবৈঠা, ঘিলাতলি, মালভিটাপাড়া, ফলিয়াপাড়া, রতœাপালং ইউনিয়নের কামরিয়ারবিল, গয়ালমারা, তুলাতলি, ভালুকিয়া, মাতবরপাড়া, হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী, পাগলিরবিল, মরিচ্যা, চৌধুরীপাড়া, ক্লাসাপাড়া, জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া, জুম্মাপাড়া, সোনারপাড়া, বাদামতলিসহ ৫ ইউনিয়নে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়ে গ্রামীণ সড়ক লন্ডভন্ড হয়ে যায়। উখিয়ার সাথে এখনো অন্তত ৪০টি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কৃষকেরা এবার আমন চাষাবাদের জন্য তৈরীকৃত ৫শত একর বীজতলা মধ্যে বিভিন্ন নিচু এলাকাস্থ অবস্থিত প্রায় ২শ একর বীজতলা পানিতে তলিয়ে গেছে।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, কাঁচা ঘরবাড়ী, রাস্তাঘাট, চিংড়ি ঘের প্লাবিত হয়ে ২০কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম বলেন, বন্যায় আমার ইউনিয়নে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বন্যায় দুর্গত প্রায় ২হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছি নিজস্ব উদ্যোগে। তিনি এসময় বিত্তবানদের ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো আহবান জানান। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ বলেন, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু, নতুনপাড়া, ঘুমধুম বেতবুনিয়া এলাকা পাহাড়ী ঢলে প্লাবিত হয়ে শতাধিক দোকানপাট ও কাঁচা ঘরবাড়ী নষ্ট হয়েছে। এবং ছেমন খাতুন (৫৫) নামে এক বয়োবৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে উখিয়ার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এসব ক্ষতিগ্রস্থদের তালিকা করে ত্রাণ বিতরণের ব্যবস্থা করতেছি।

উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, আমি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলো পরিদর্শন করেছি। তিনি এসময় বলেন, আকস্মিক বন্যার ফলে উপজেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, গ্রামীণ এলাকার সড়ক, পানের বরজ, গবাদি পশুর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অনেকের পুকুর ভরা মাছ বন্যার পানিতে বাধ ভেঙ্গে চলে গেছে। এমনকি আমার চৌধুরী এগ্রো মাছের প্রজেক্ট থেকেও প্রায় ৫০-৬০ লাখ টাকার মাছ চলে গেছে।

পাঠকের মতামত

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...