প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...
রাঙামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী সেনা ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ।
এতে বলা হয়, রোববার সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর অতর্কিত গুলি শুরু করে সন্ত্রাসীরা। এসময় নাসিম (১৯) নামে এক সৈনিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বর্তমানে রাজস্থলী এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
পাঠকের মতামত