প্রকাশিত: ১৫/০৫/২০২২ ৯:৩৯ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোট তৈরির সরঞ্জামসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শনিবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটক মো. আবু তাহের (৬৫) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্ট, ব্লক-ই/৮ এর মৃত লাল মিয়ার ছেলে।

এসপি নাইমুল জানান, গোপন সংবাদে শনিবার বিকেল সাড়ে ৫ টায় কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তার বসতঘর তল্লাশি করে ৭৬ বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও এক কৌটা জাল টাকা তৈরির রং উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান ১৪ এপিবিএনের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্থানীয় সাংসদের আশীর্বাদে মহিলা ভাইস চেয়ারম্যানের সুফল জনগণের দৌড় গড়ায় পৌঁছে দিয়েছেন বেবী

গরীব-মেহনতী মানুষের জনদরদী হিসেবে পরিচিত, পরোপকারী, ন্যায়পরায়ণ গুণাবলীর অধিকারী, মহিলা নেত্রী কামরুন্নেছা বেবী। যিনি গেল ...

কক্সবাজারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বিশ্বব্যাপী চলমান ...