প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ৩:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাতদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ বেলাল প্রকাশ লম্বা বেলাল (৪০) নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২ টি দেশীয় তৈরী অস্ত্র, ৪ রাউন্ড র্কাতুজ এবং ৩ টি খালি খোসা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ভোরে চকরিয়া লামা সড়কের কুমারির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মৃত মোহাম্মদ আলী প্রকাশ জাফর আলমের পুত্র। বেলালের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, অপহরণ সহ নানা অপরাধে ১৬ টি মামলা রয়েছে বলে জানান পুলিশ।

চকরিয়ায় দায়িত্বরত সহকারি পুলিশ সুপার কাজি মতিউর রহমান জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলালের মৃতদেহ উদ্ধার করে। এসময় আশ-পাশ থেকে পাওয়া যায় অস্ত্র ও গুলি। নিহতের শরীরে গুলির চিহ্নের পাশাপাশি গলায় ধারালো ছুরির আঘাতও রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...