প্রকাশিত: ২০/০৪/২০২০ ৪:৪৪ পিএম

ইমাম খাইর::
হোমকোয়ারেন্টাইনের নির্দেশনা না মেনে বাইরে ঘোরাঘুরি করায় শহরের দুইজনকে উখিয়ায় অবস্থিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

তারা হলো -কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা ঢাকা ফেরত ফরিদুল আলম ও সেলিম উল্লাহ।

এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুইজনকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহরিয়ার মুক্তারের নেতৃত্বে অভিযান চালানো হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান জানান, স্থানীয় একজন মৎস্য ব্যবসায়ীর ট্রাকে করে ফরিদুল আলম ও সেলিম উল্লাহ ক’দিন আগে ঢাকা থেকে নুনিয়ারছড়া বাড়িতে আসেন। এরপর তাদের ঘরে থাকতে বলা হলেও অনর্থক ঘোরাঘুরি শুরু করে। তাই এলাকার নিরাপত্ত্বার স্বার্থে প্রশাসন তাদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছে।

পাঠকের মতামত

উখিয়া ও টেকনাফ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ...

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...