প্রকাশিত: ২০/০৮/২০১৮ ৯:৫৭ এএম

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন যুবদলের নতুন নেতৃত্ব পেতে শুরু হয়েছে জোর লবিং-তদবির।তৃণমূলের নেতাকর্মীদের সাথে বেড়ে গেছে যোগাযোগও।ইতিমধ্যে ঘুমধুম ইউনিয়ন যুবদলের নতুন সভাপতির পদ পেতে একাধিক সাবেক ছাত্রনেতা ও যুবনেতারা জেলা-উপজেলার নেতাদের আস্থা পেতে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।পাশাপাশি ঘুমধুম ইউনিয়নের প্রত্যন্ত গাঁ- গ্রামের ওর্য়াডের নেতাকর্মীদের সাথেও যোগাযোগ,সভা সমাবেশ, চায়ের আড্ডা আর করে চলছেন।নিচ্ছেন নিয়মিত খোজ খবর।সবকিছু মিলিয়ে সভাপতি পদে যে কয়জন তৎপরতা চালাচ্ছেন, তাদের মধ্যে এগিয়ে রয়েছেন পারিবারিক ভাবে কট্রর বিএনপি ঘরানার ছেলে,সাবেক ছাত্রদল নেতা,ঘুমধুমের যুবদলের রাজনীতি আলোকিত মুখ আলী আকবর।তার আপন চাচা ঘুমধুম ইউপির ২ বারের মেম্বার আবদুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সহসভাপতি। আরেক চাচা আবদুল হক ঘুমধুম ইউনিয়ন বিএনপির সভাপতি। আলী আকবর বিগত সময়ে বিএনপির মিছিল-মিটিং,সভা- সমাবেশের অগ্রভাগের নেতৃত্বে বেড়ে ওঠা এক সাহসী যোদ্ধার নাম।দলের ক্রান্তিকাল সময়ে নিজের শ্রম, মেধা,অর্থবিত্ত বহু কিছু ত্যাগ করেছেন।বিরোধী দলের রাজনীতি করায় মিথ্যা মামলা, হামলা এবং নানা ষড়যন্ত্রের শিকার হয় আলী আকবার।ঘুমধুম ইউনিয়ন যুবদলের ইতিপূর্বের কমিটিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের চেয়ে বহুগুণ সাংগঠনিক দক্ষতার পরিচয় মেলে আলী আকবরের কাজে। তার নেতৃত্বে ঘুমধুম ইউনিয়ন যুবদল পুর্বের চেয়ে অনেক শক্তিশালী,সুসংগঠিত বলে,তৃণমূলের নেতাকর্মীরা দাবী করে আলী আকবরের প্রতি একাট্রা।নেতাকর্মীরা জানান,ঘুমধুম ইউনিয়ন যুবদলে আলী আকবরই আস্থা সকলের।ঘুমধুমের ৫ নং ওর্য়াড যুবদলের কর্মী জসিম উদ্দিন,সিনিয়র নেতৃত্ব মিজানুল বশর জানান,আলী আকবরকে ঘুমধুম ইউনিয়ন যুবদলে প্রয়োজনবোধ করছি।তাকে সভাপতি পদে মনোনীত করলে যুবদল আগের চেয়ে বহুগুণ শক্তিশালী হবে।৭ নং ওর্য়াড যুবদলের আবদুল লতিফ বলেন,আলী আকবর দলের জন্য ত্যাগী মুখ।তাকে সভাপতি পদে আসীন করলে আমরা এগিয়ে যাবো।তাই আবদুল লতিফ যুবদলের জেলা, উপজেলার সভাপতি -সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দের আন্তরিক সদিচ্ছা কামনা করেন।এদিকে এক প্রতিক্রিয়ায় সভাপতি পদে লড়ে যাওয়া তারুণ্যের প্রতীক আলী আকবর বলেন,দল ও দলের নেতাকর্মীদের জন্য আমার দরজা খোলা ছিল।আছে এবং থাকবে।দলের জন্য ত্যাগের কোন ঘাটতি ছিলনা।আমাকে ঘুমধুম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে
মনোনীত করলে, আমার সর্বোচ্চ মেধা মননে একটি সুশৃংখল সংগঠনে রুপান্তরিত করবো।তাতে আমি বান্দরবান জেলা যুবদলের সভাপতি -সাধারণ সম্পাদক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী,সাধারণ সম্পাদক মো: কায়সার ও সাংগঠনিক সম্পাদক জাহাংগীর আলমের
আস্থা ও বিশ্বাসের প্রত্যাশা করছি।দলের অর্পিত দ্বায়িত পালনে সর্বদা সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন আলী আকবর।তবে সুত্রে জানা যায়,জেলা,উপজেলার নেতাদের কাছে এবং তৃণমূলের কাছে আলী আকবর আস্থা অর্জন করতে পেরেছেন।তাই যেকোন সময় আলী আকবর ঘুমধুম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আসীন হচ্ছেন,এমনটাই শোনা যাচ্ছে।

পাঠকের মতামত

গদি নেই তবু সাবেক এমপি বদি!

আবদুর রহমান বদি। কক্সবাজার-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, তাও আবার ক্ষমতাসীন দলের টিকিটে। মাদক ...

মিয়ানমারে সশস্ত্র লড়াই: আরাকান আর্মির কাছে গুরুত্বহীন রোহিঙ্গারা

মিয়ানমারে জান্তা বাহিনীর নির্যাতনের অবসান ঘটিয়ে নিজেদের জাতিসত্তার স্বীকৃতি আদায় এবং রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ...