প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ১২:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৪ পিএম

অাজিজুল হক::


নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যহাতির আকস্মিক তান্ডবে ৪টি বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাতির পদপিষ্ঠ হয়ে গাছ পালা ও ফসলি জমি নষ্ট হয়েছে তবে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেনি।ঘটনাটি ঘটেছে ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া গ্রামে ৩ জুলাই ভোর সাড়ে ৪টায়। প্রতিদিনের ন্যায় বন্য হাতি খাদ্যভাবের তাড়নায় ঘুমধুমের লোকালয়ে হানা দেয়। ওই দিন ভোরে ঘোনার পাড়ার হতদরিদ্র মোঃ নুরুল অালম (নুরু), মোঃ জাফর অালম, নুর হুছাইন ও মোঃ জমিরের এর বসতভিটির সৃজিত কলাগাছ সহ নানা প্রজাতির ফলদ বনজ গাছ খেয়ে সাবাড় করে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন হাতি তাড়াতে এগিয়ে গেলে এক পর্যায়ে ক্ষিপ্ত বন্যহাতি মোঃ নুরুর মাটির কুড়েঁ ঘরে ধাক্কা দিয়ে দেওয়াল ফেলে দেয়।এতে মাটি চাপা পড়লে হাতির পদপিষ্ঠ করে ঘরের অাসবাবপত্র ভাংচুর হয়। হাতির উপস্থিতি টের পেয়ে লোকজন অাগে থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ায় তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘুমধুম বিজিবি বিওপির সুবেদার, ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গোলাম ছোবাহান সিকদার, ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল অানছার সোহেল, ছাত্রলীগ নেতা শাহজালাল বাদল,মোঃ শাকিলসহ স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এদিকে বাড়ি-ঘর,গাছপালা ফসলি জমির ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় মানসিক ভাবে চরম বিপর্যস্থ ও গৃহহারা হওয়ার আশংকায় পরিবারগুলো।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...