প্রকাশিত: ১৭/০৮/২০১৮ ৫:৫১ পিএম

ঘুমধুমবাসীকে পবিত্র ঈদুল অাযহার শুভেচ্ছা জানিয়েছেন অরনেট অরগনাইজেশন উখিয়ার প্রতিষ্ঠাতা-সভাপতি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লুৎফুর রহমান।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন ঈদ উল অাযহা মহান আল্লাহ তায়ালার এক পবিত্র উপহার। খুশির বার্তা নিয়ে আসে ঈদ। এই পবিত্র ঈদ একদিকে আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। অন্যদিকে আল্লাহর হুকুম অনুযায়ী সার্বিক জীবন পরিচালিত করে জুলুম, শোষন, দুর্নীতি ও মাদকমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে। ঈদের পবিত্রতাকে কাজে লাগিয়ে মানুষ অতীতের সকল দু:খ কষ্ট ও গ্লানি কাটিয়ে সুন্দরকে গ্রহন ও প্রসার করার সুযোগ পায়। এদেশে এখানো অসংখ্য অসহায় দুস্থ গরীব বঞ্চিত মানুষ আছে যারা ঈদ আনন্দ থেকে বঞ্চিত। পবিত্র কোরবানীর ঈদ আমাদের দুস্থ ও ক্ষুদার্তের কষ্ট অনুভব করতে শেখায়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে অামাদের হৃদয়। একই সাথে ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিয়ে সমতা ও সহমর্মিতা প্রতিষ্ঠারও শিক্ষাও দেয়। সুতরাং যার যার অবস্থান থেকে সাধ্যমত সবার পাশে সবাই দাঁড়ালেই কেবল এ ঈদ আনন্দের পূর্ণতা পাবে। ধনী-গরীব সকল বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলিম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমার কামনা। ঈদের প্রত্যয় হোক ধনী-গরিবের ব্যবধান গোছানোর, জুলুম নিপীড়ণ থেকে জনগণের মুক্তি ও গোটা বিশ্ব জাহানে শান্তি প্রতিষ্ঠার। দেশবাসীকে অামার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

দেশ ও সকল মুসলিম উম্মার সুখ, সমৃদ্ধি ও প্রশান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি।

শুভেচ্ছান্তে—
মোঃ লুৎফর রহমান
(সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী)
ঘুমধুম,নাইক্ষ্যংছড়ি-বান্দরবান।
সভাপতি: উওর ঘুমধুম দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা
চেয়ারম্যান অরনেট অর্গনাইজেশন উখিয়া।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...