প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ৮:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৭ পিএম

দিল্লি: গরুর মাংস খাওয়ার নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এমন রিপোর্ট দিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। তাদের প্রকাশিত রিপোর্টে অস্বস্তি বাড়ছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর।

এই রিপোর্ট প্রকাশের পর বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি ও গো রক্ষকরা।

আগেই তাদের বিরুদ্ধে ‘গো রক্ষার’ নামে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে মৃত্যু হয়েছে নিরীহদের।

হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। এই তত্ত্ব কতটা যুক্তিগ্রাহ্য তা নিয়ে বিদগ্ধ মহলে প্রশ্ন উঠেছে। যদিও কট্টরপন্থী সংগঠনগুলো নিজেদের অবস্থানেই অনড়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১.৩৪ কোটি হিন্দু গরুর মাংস খান। এই সংখ্যাটা ৯৬.৬০ কোটি হিন্দু ধর্মাবলম্বীর ১.৩৯ শতাংশ। রিপোর্টে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে গরুর মাংস খাওয়ার পরিসংখ্যান উঠে এসেছে।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...